বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
আদাবরে ডিশ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:১৪ PM
ঢাকার আদাবর থানার নবদয় হাউজিং এলাকায় মো. ইব্রাহীম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলিভর্তি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবদয় হাউজিং এলাকার কামাল ক্যাটারিং এর পাশে নিজের ডিশ অফিসে বসা ছিলেন ইব্রাহিম। এ সময় একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা ৩ ব্যক্তি এসে তাকে গুলি করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে গণধোলাই দেয়। পরে সেনাবাহিনী গিয়ে তাদের হেফাজতে নেয়।

সেনাবাহিনী জানিয়েছে, আটকরা গুরুতর আহত হয়েছে। নিহত ব্যবসায়ীর মরদেহ ও আটকদের সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত