বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
রাজবাড়ীতে ড্রামট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৭:১৯ PM
রাজবাড়ীর  বালিয়াকান্দিতে ড্রামট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সবুজ হোসেন (১৭) নামে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর কেন্দ্রীয় সার্বজনীন  মহাশ্মশানের পাশে ইট টানা ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজমিস্ত্রি সবুজ হোসেন (১৭) গুরুতর আহত হলে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

কিশোর রাজমিস্ত্রি সবুজ বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের মোঃ আখতার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে বহরপুর থেকে বালিয়াকান্দির দিকে যাওয়ার পথে অপর দিক থেকে আশা ড্রাম ট্রাক (ফরিদপুর ট - ১১ - ০৪০৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হলে জরুরী বিভাগের চিকিৎসক মোটরসাইকেল আরোহী রাজমিস্ত্রি সবুজকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করে বালিয়াকান্দি থানায় নিয়ে যাওয়া হয়েছে চালক পলাতক রয়েছে এবং আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত