বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
নবজাতককে হাসপাতালে দেখতে আসা ছাত্রলীগ নেতাকে মারধর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:৩৬ PM
স্ত্রী ও নবজাতককে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার হয়েছেন নোয়াখালীর কবিরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি রুহিন ওয়াজেদ ভূঁইয়া। 

পরে তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। রুহিন ওয়াজেদ ভূঁইয়া কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল আওয়ালের ছেলে।

জানা গেছে, ছাত্রলীগ নেতা রুহিন ওয়াজেদ ভূঁইয়া কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন। দুই মাসের কারাভোগ শেষে সম্প্রতি তিনি বের হয়ে আসেন। পরশু বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রুহিনের প্রথম সন্তান জন্ম নেয়।

সন্তান ও স্ত্রীকে দেখতে তিনি হাসপাতালে গেলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পরে তাকে গুরুতর আহত করে পুলিশের কাছে সোপর্দ করে তারা।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘কোম্পানীগঞ্জ থানায় রাতে সোপর্দ করা হলে আমাদের জানায়। আমরা তখন ফোর্স প্রেরণ করে তাকে কবিরহাট থানায় নিয়ে আসি।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত