তৃতীয় ধাপে আসন্ন বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে সামনে রেখে তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী একত্রে গণসংযোগ করেছেন।
প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া।
বৃহস্পতিবার দিনভর উপজেলার বাটাজোর ও মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যতিক্রমধর্মী এ প্রচারনার সময় বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সান্টু কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় ওই তিন প্রার্থী গৌরনদীকে একটি দানবমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে ওই প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান।
গৌরনদীতে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ঃ বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান জানান, চেয়ারম্যান হিসেবে চারজন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- সৈয়দা মনিরুন নাহার মেরী, মোঃ হারিছুর রহমান, মোঃ হাবিবুর রহমান ও মোঃ মনির হোসেন মিয়া।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জামাল হোসেন গোমস্তা ও কাজী মোস্তাফিজুর রহমান রনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে- অ্যাডভোকেট সাহিদা আক্তার, শ্রিপ্রা রানি ও আইরিন আক্তার শিল্পী মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ন রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ।