নেত্রকোনার পূর্বধলায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (৪ মে) দুপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা পরিষদে সর্বজনীন পেনশন স্কিম হেল্প ডেস্ক ও রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিবসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।