বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ডোমারে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জরিমানা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৬:৪৭ PM
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে সহস্রাধীক মোটরসাইকেল নিয়ে প্রচারণার সময় টেলিফোন প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সরকার ফারহানা আক্তার সুমির ২ কর্মীর মোটরসাইকেল আটক করে জরিমানা আদায় করা হয়েছে। 

এসময় প্রার্থী সুমিকে নির্বাচন  আচরণ বিধি মেনে চলার জন্য সতর্ক করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। শনিবার বিকাল সাড়ে তিন টার দিকে ডোমার বাসস্টান্ডে ভ্র্যাম্যমান আদালতে এ জরিমানা আদায় করা হয়েছে। 

জরিমানা আদায়কৃত ব্যাক্তিরা হলেন, চিলাহাটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান ও একই এলাকার ফজলে রহমানের ছেলে মিল্লাত হোসেন।

জানা গেছে, শনিবার সকালে প্রায় সহস্রাধীক মোটরসাইকেল নিয়ে চিলাহাটি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন টেলিফোন প্রতিকের প্রার্থী সরকার ফারহানা আক্তার সুমি। দুপুরে মোটরসাইকেল বহর ডোমার প্রবেশ করলে জানজট শুরু হয়। বিকাল সাড়ে তিন টার দিকে ডোমার বাসস্টান্ডে ডোমার থানা পুলিশের সহায়তায় মোটরসাইকেল বহর আটক করে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। 

এসময় প্রার্থী সুমিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করে দুইটি মোটরসাইকেল চালককে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করে। 

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, প্রার্থীকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত