স্বরূপকাঠিতে স্বধীনতা বিরোধীদের সন্তানদের মুক্তিযোদ্ধা হওয়ার পায়তারা বন্ধের দাবীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার মানববন্ধন ও সমাবেশ করেছে।
শনিবার সকালে স্বরূপকাঠি–পিরোজপুর সড়কের বাসষ্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধনে পাঁচ শতাধিক সদস্য অংশ নেয়।
মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নবম জাতিয় সংসদের সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম। সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় একাত্মতা প্রকাশ করে আরো বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, সাবেক ডেপুটি কমান্ডার এমএ রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাহীদুল ইসলাম বিপ্লব।
এর আগে সংসদ কার্যালয়ের সামনে সমাবেশে এছাড়াও বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শহীদুল ইসলাম মিন্টু প্রমুখ।
এসময় সকল মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা মাননীয়র প্রধানমন্ত্রী, মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মন্ত্রী, মন্ত্রনালয়ের সচীব ও জামুকা পরিচালক বরাবরে আবেদন করার জন্য গণস্বাক্ষর প্রদান করে।