অতিরিক্ত তাপদাহের কারণে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরণ করেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
শনিবার (৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওর, কান্দিউড়া ইউনিয়নের গোগবাজার এলাকা, মাসকা ইউনিয়নের শিমুলতলা এলাকা ও নওপাড়া ইউনিয়নের বিভিন্ন হাওড়ে কৃষক ও পথচারীদের মাঝে এ সব উপকরণ বিতরণ করা হয় ।
স্থানীয় কৃষক ও পথচারীদের মাঝে হিটস্ট্রোক থেকে কিভাবে নিরাপদ থাকা যায়, খাবার স্যালাইনের সঠিক ব্যবহার ও প্রাকৃতিক দূর্যোগের সময় নিরাপদ আশ্রয়ে থাকাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক নির্দেশনাও দেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা রেড ক্রিসেন্টের একটি টিম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
এসময় উপজেলা মোজাফরপুর ইউনিয়নের কৃষক রাসেল মিল্কীর সাথে কথা হলে তিনি জানান, জালিয়ার হাওড় অত্র এলাকার ফসলি জমির বিরাট অংশ জুড়ে বিস্তৃত। এখানে বর্ষাকালে কিংবা বৃষ্টির সময় প্রায়শই বজ্রপাত হয়ে সাধারণ কৃষক মারা যায়। জালিয়ার হাওড় স্থানীয় গ্রাম থেকে অনেক দূরে থাকায় হাওড়ের মাঝখানে সরকারী কোন জায়গায় বজ্র নিরোধক শেড নির্মাণ করা যাবে কিনা এবং সেই শেড নির্মাণ করেই সাধারণ কৃষককে রক্ষা করার জন্য ইউএনও কাছে জোর দাবী জানায়।
উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আমরা আজকে হাফ লিটার ঠান্ডা পানি, একটি করে খাবার স্যালাইন বিতরণ করেছি ।
বজ্রনিরোধক প্রসঙ্গে ইউএনও বলেন, স্থানীয় কৃষকদের আমি কথা দিয়েছি, প্রয়োজন সাপেক্ষে কৃষকদেরকে রক্ষা করার জন্য পর্যায়ক্রমে প্রতিটি হাওরে একটি করে শেড নির্মাণ ও এর সাথে বজ্রনিরোধক আর্তিং এর ব্যবস্থা করা হবে ।