গৌরনদীতে গাড়ির ধাক্কায় বায়ান্ন বছর বয়সি অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নিলখোলা নামক স্থানে রোববার রাত পৌনে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ গোলাম রসুল জানান, উপজেলার নিলখোলা জামে মসজিদের পশ্চিম পাশে মহাসড়কের উপর গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ গুরুতর আহত হয়।
গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। লাশ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।