খুলনার লবণচরা থানা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় চিনি সহ তিনজন কারবারী আটক হয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল সোমবার রাত আটটায় অবৈধ কারবারীদের আটক করা হয়েছে।
কেএমপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনা সূত্রে, খুলনার লবণচরা থানাধীন হরিণটানা সাকিনস্থ দক্ষিণ হরিণটানা জনৈক মঞ্জুরুল আলমের ফার্মের গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১) মোঃ ফেরদৌস সরদার মিঠুন (২৪), পিতা-মোঃ মনিরুজ্জামান মানিক, মাতা-মোছাঃ ফিরোজা খাতুন, সাং-চর চিনাখড়া, শিবরামপুর, থানা-সুজানগর, জেলা-পাবনা, ২) নাহিদ শিকদার (২৫), পিতা-মৃত সোলায়মান শিকদার, মাতা-রিজিয়া বেগম, সাং-মাকরাইল, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, ৩) নাইম হোসাইন (২২), পিতা-মৃত মোতাহার হোসেন, মাতা-ফিরোজা খাতুন, সাং-চর চিনাখড়া, থানা-সুজানগর, জেলা-পাবনাদের’কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের নিকট থেকে ৪০০ (চারশত) বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় লবণচরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।