চার বছর আগে একটি গির্জাকে মসজিদ হিসেবে তৈরির জন্য নির্দেশ দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান। তুরস্কের ইস্তাম্বুলে অর্থোডক্সের একটি প্রাচীন গির্জাকে মসজিদে রূপান্তর করে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। আঙ্কারায় অবস্থিত প্রেসিডেন্ট ভবন থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে কারিয়ে মসজিদটি নামাজের জন্য পুরনায় খুলে দেন এরদোগান।
অটোমান তুর্কিদের দ্বারা ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল বিজয়ের অর্ধ শতাব্দীর পরে গির্জাটি কারিয়ে মসজিদে রূপান্তরিত হয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি কারিয়ে জাদুঘরে পরিণত হয়।
" align=
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ওই মসজিদের এক ছবিতে দেখা যাচ্ছে, মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে এবং মসজিদের সামনে তুর্কি পতাকা উড়ছে।
২০২০ সালের তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান এই গির্জাকে মসজিদে রূপান্তর করার জন্য নির্দেশ দেন। এর আগেও আয়া সোফিয়া নিয়ে এরদোগান এমন একটি নির্দেশ দেন।
পূর্বে গির্জাটির ভেতরের চিত্র
ইউনেস্কোর স্বীকৃতি আয়া সোফিয়া গির্জাটিকে প্রথমে মসজিদ বানানো হয়। পরে এটিকে জাদুঘর ঘোষণা করে আবারও মসজিদে রূপান্তর করা হয়।
অবশ্য, এরদোগানের এমন আদেশকে অধিক রক্ষণশীল এবং তুর্কিদের সমর্থন পাওয়ার জন্য করা হচ্ছে বলে মনে করছেন অনেকে।