টঙ্গীর চাঞ্চল্যকর খণ্ডিত লাশ উদ্ধারের একদিন পর লাশের মাথাটি উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় থেকে খণ্ডিত অর্ধগলিত মাথাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে ট্রাভেল ব্যাগের ভিতরে থাকা আট খন্ডের একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে গাজীপুর পিবিআই এর সহায়তায় আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়।
নিহত যুবকের নাম অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বাসের হেলপার ছিলেন।
অপরদিকে ঘটনার তদন্তে নেমে ঘটনা সাথে জড়িত দুই জনকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেলে সংক্ষিপ্ত বার্তা দিয়ে র্যাব-১ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের পরিবার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।