রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
নালিতাবাড়ীতে বাল্যবিয়ে নিরোধ কমিটির সভা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৫:০৯ PM আপডেট: ০৮.০৫.২০২৪ ৫:১২ PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা হলরুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সভাপতি ইলিশায় রিছিল।

সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার সেলিম রেজার উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী।

বাল্যবিয়ের সামগ্রিক চিত্র ও সেলপের উদ্যোগ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী। 
 
আলোচনায় অংশ নেন স্বাবলম্বী এনজিওর উপজেলা কো-অর্ডিনেটর বিপুল চন্দ্র দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, পৌরসভার মেয়রের প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি আমিনুল ইসলাম, বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। 

সভার সার্বিক সহযোগিতায় ছিলেন এসোসিয়েট অফিসার মনোতোষ পাল। এতে উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্যবৃন্দ ও অন‍্যান‍্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ভূয়া জন্মসনদ, এফিডেভিট ও নোটারী পাবলিক ব্যবহার করে যারা বাল্যবিয়ের সহায়তা করে তাদের চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বাল্যবিয়ে মুক্ত উপজেলা গড়ে তোলা সম্ভব। ইমাম, কাজীদের আরো সচেতন করে প্রশাসনের আরো ভূমিকা মজবুত করতে বাল্যবিয়ে নিরোধ আইনের প্রয়োগ করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত