রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
দাকোপে নদীতে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৫:১৩ PM
অবশেষে খুলনার দাকোপে নদীতে পড়ে নিখোঁজ শিশু হৃদি রায় (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের কাছে ঝপঝপিয়া নদীর চর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।

পরবর্তীতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য গত সোমবার সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র্রে পরিবারের সঙ্গে হৃদি বেড়াতে যায়। সেখান থেকে ট্রলারযোগে বাসায় ফেরার পথিমধ্যে আবহাওয়া খুব খারাপ হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে পানখালী ঘাটে নোঙর করা পরিত্যাক্ত ফেরীতে নামেন তারা। এসময়ে ফেরীর উপর দিয়ে হৃদি দৌড়ে যাওয়ার সময় অন্ধকারে অসাবধান বসত ফেরী ও পন্টুনের মাঝে ফাঁকা স্থান দিয়ে ঝপঝপিয়া নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। হৃদি বটিয়াঘাটা উপজেলার মৎস্য অফিসের মেরিন ফিসারিজ কর্মকর্তা রতন চন্দ্র রায়ের এক মাত্র মেয়ে।

দাকোপ উপজেলা ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আবুল বাসার বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে দুর্ঘটনা কবলিত স্থানে হাজির হই। কিন্তু রাতে আবহাওয়া খারাপ এবং নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। তারপর মঙ্গলবার সকাল ৬টা থেকে উদ্ধার কাজ শুরু করি। আশে পাশে বহু খোঁজা খুঁজির পর বুধবার সকালে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
                                                                                                 
  
                                                                                             
  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত