ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দীন লিটন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক আসমা আক্তার রেশমা জামান।
বুধবার (৮ মে) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সুমন ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ১১ হাজার ৬১০ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১ লাখ ৬৬ হাজার ৮৩৬ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী শাহীন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বিপ্লব পেয়েছেন ৬০ হাজার ২৯৩ ভোট।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৪৯ হাজার ১৫৭ ভোট পেয়ে মাইক প্রতীকের প্রার্থী সালাহ উদ্দীন লিটন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫১২ ভোট, মো. ইকবাল হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৭২৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৬৯ হাজার ৫০৫ ভোট পেয়ে কলস প্রতীকের প্রার্থী আসমা আক্তার রেশমা জামান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯৮৪ ভোট, সেলাই মেশিন প্রতীকে শান্তি আক্তার পেয়েছেন ১৬ হাজার ৯১৩ ভোট।
এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কয়েকটি কেন্দ্রে জাল ভোটসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি।