বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
উপজেলা নির্বাচনে একই গ্রামের তিন জন প্রার্থী
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৫:২৮ PM
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একই গ্রাম থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন করে মোট ৩ জন প্রার্থী হয়েছেন।

তারা প্রত্যেকেই উপজেলার ১১নং চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং উপজেলা নির্বাচনে চিরাং ইউনিয়নে ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট প্রদান করবেন।

তিন প্রার্থী হল-

চেয়ারম্যান পদে-কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে ছিলিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো.নূরুল ইসলাম ভূঞার স্ত্রী সালমা আক্তার,

ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে- মৃত আজিজুর রহমান খানের ছেলে মাহমুনুল কবীর খান (হলি খান) এবং 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- মৃত আব্দুল মালেক মাষ্টারের মেয়ে জাহানারা রোজি। 

স্থানীয় ছিলিমপুর গ্রামবাসী কয়েক জনের সাথে কথা বলে জানা যায়,এই তিনজনের মধ্যে দুইজনে পৈতৃক ও এক জনের স্বামীর ভিটা একই ওয়ার্ড কিংবা গ্রাম হওয়ায় এই এলাকার মানুষদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এটা তারা গর্বের বিষয় বলে মনে করছেন। তারা প্রত্যাশা করেন, যদি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তাঁরা নির্বাচিত হন, তাহলে এলাকাসহ আমাদের গ্রামের অবিশ্বাস্য উন্নয়ন হবে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,স্থানীয় চিরাং ইউনিয়ন ছিলিমপুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৯৬৬, তন্মধ্যে পূরুষ ২০৫৮ এবং মহিলা ১৯০৮ ভোটার রয়েছে । 

উল্লেখ্য-উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে-সালমা আক্তার বর্তমান নেত্রকোনা জেলা পরিষদের সদস্য পাশাপাশি প্যানেল মেয়র, তিনি চিরাং ইউনিয়নের তিন বারের সাবেক চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে মাহমুনুল কবীর খান (হলি খান) বর্তমানে চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দুয়া আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী হিসেবে উপজেলায় ব্যাপক পরিচিতি রয়েছে তাঁর। 

অপরদিকে ভাইস চেয়ারম্যান  (মহিলা)পদে জাহানারা রোজি কেন্দুয়া উপজেলা পরিষদের  সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলায় বিশেষ করে নারীদের নিয়ে কাজ করে নারী নেত্রী হিসেবে উপাধি পান। 

এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুনুল কবীর খান (হলি খান) বলেন, আমি বিগত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হই । তারপর থেকে আমি পরিকল্পনা মাফিন কাজ করছি। তিনি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।  অপর প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে জাহানারা রোজি বলেন,  বিগত ৫ বছর আমি এদায়িত্ব পালন করেছি। এই বছর প্রার্থী হিসেবে মানুষের মাঝে যাচ্ছি এবং মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি বলে তিনি জানান। 
 
গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) একই ওয়ার্ড কিংবা গ্রামে তিন প্রার্থী হওয়াতে কোন নেতিবাচক প্রভাব পড়বে কি না মুটোফোনে এরকম প্রশ্ন করলে স্থানীয় চেয়ারম্যান মো.এনামুল কবীর খান তাঁর প্রতিক্রিয়ায় জানান, উপজেলা নির্বাচনে তিন জনই চিরাং ইউনিয়নের বাসিন্দা এবং যোগ্য প্রার্থী। তাদের মধ্যে দু'জনই সাবেক জনপ্রতিনিধি ছিলেন, অন্যজনের আওয়ামীলীগ নেতার পাশাপাশি উপজেলায় মানবাধিকার কর্মী হিসেবে ব্যাপক সুপরিচিত রয়েছেন। যার যার কর্মগুনেই তারা তাদের লক্ষ্যে পৌঁছবে বলে তিনি মনে করেন।   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত