মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ মে, ২০২৪, ৫:৪৫ PM
বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) এর প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আজ ১২ মে (রবিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন সঞ্চালনা করেন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. লস্কর এরশাদ আলী।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রায়হান আলী, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর মো. শরীফ হাসান লিমন, কম্পিউটার, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, আইন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ, হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) এর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। একই সাথে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেলের দাবি করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত