ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সিমান্তবর্তী গ্রামে ক্ষেতের পাকা বোরো ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমনে আলতাফ উদ্দিন (৭০) নামের এক কৃষক মারা গেছেন।
সোমবার ভোররাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের বানাই চিড়িঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ উদ্দিন ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
ভুবনকৃড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুরুজ মিয়া জানান, ভারত থেকে নেমে আসা বন্যহাতি প্রায়ই কৃষকের ক্ষেতের ফসল নষ্ট করে। গ্রামের কৃষক আলতাফ উদ্দিন দিনের বেলায় ক্ষেতের পাকা বোরো ধান কেটে আটি বেঁধে তা ক্ষেতের মাঝেই একত্রে ঢিবি করে রাখে। রাতে ছেলেকে নিয়ে ওই ধানের আটিগুলো পাহাড়া দিচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে ভারতীয় বন্যহাতির পাল নেমে এসে সেই ধান খাওয়া শুরু করে।
এসময় বাবা ও ছেলে মিলে হাতি তাড়ানোর চেষ্টা করে। এতে হাতির দল ক্ষিপ্ত হয়ে উল্টো তাদেরকেই তাড়া করে। এসময় ছেলে পালিয়ে যেতে পারলেও বৃদ্ধ বাবাকে হাতি শুড় দিয়ে পেঁচিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা টের পেয়ে হাতির দলকে তাড়াতে সক্ষম হয়। পরে গুরুতর আহত আলতাফ উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত কৃষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।