শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
নীলফামারীতে শিক্ষার্থীদের নিয়ে এনডিডি বিষয়ক কর্মশালা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৬:২৮ PM
অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ(এনডিডি) বিষয়ক মুক্ত আলোচনা ও কর্মশালা সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ-এনএএএনডি প্রকল্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে নীলফামারী সরকারী কলেজ মিলনায়তনে মুক্ত আলোচনা ও কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া ও বিশেষ অতিথি হিসেবে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা হক বকৃতা করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হারুন-অর-রশিদ। মাষ্ঠার ট্রেইনার হিসেবে ট্রেইনিং প্রদান করেন সরকারী কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম ও মহিলা কলেজের প্রভাষক আশরাফ উজ জামান। কর্মশালায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। কর্মশালায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ(এনডিডি) বিষয়ক মুক্ত আলোচনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত