শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৬:১৪ PM
সিরাজদিখানে ছুরিকাঘাতে সাহেব আলী (৫৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা।

নিহত সাহেব আলী ঘোড়ামার গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে বাড়ির পাশের মদিনানগর জামে মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার ডাক-চিৎকারে এলকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। এরপর রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাহেব আলীর ছেলে মো. জয়নাল বলেন, ‘জমি-জমা ব্যবসার কারণে আমার বাবাকে খুন করা হয়েছে। আগে আমার বাবার মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বাড়ির পাশেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহতের ছেলেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানিয়েছেন সাহেব আলী জমিজমার ব্যবসা করতো। জমি-সংক্রন্ত বিরোধের কারণেই খুন হতে পারে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত