নীলফামারীর ডিমলায় হিরোইনের ১২টি পুড়িয়া সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি চৌকস টিম।
গতকাল সোমবার ( ১৩ মে) বিকেল ৪টায় গোপন সবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট শিবমন্দির পাড়া নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের শ্রী সুশিল দাস এর পুত্র টুটুল দাস (২৮)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শন শফিয়ার রহমান বাদী হয়ে একটি মামলা রুজু করেন। যার মামলা নং- ১৪, তারিখ- ১৩ মে ২০২৪।
এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় সংবাদকর্মীকে বলেন, গ্রেফতারকৃকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত ডিমলা গড়তে এ অভিযান অব্যাহত থাকবে।