রাজশাহী জেলার চারঘাট থানাধীন তাতারপুর গ্রাম হতে রাত ০০:০০ টায় একজন মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে, রাজশাহী জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত কামাল হোসেন (৩৮) রাজশাহী জেলার চারঘাট থানার তাতারপুর (কারিগড়পাড়া) গ্রামের মনোয়ার হোসেনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবিথর এসআই (নিরস্ত্র)আব্দুর রহিম ও ফোর্স-সহ গত(১৩ মে) রাত ১১:৩০ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন শশাতলা ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট থানাধীন তাতারপু গ্রামের আক্কাসের মোড় হতে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার রাজশাহী মহোদয়ের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম ও ফোর্স-সহ গতকাল রাত ১১:৫০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দিবাগত রাত ০০:০০ টায় রাজশাহীর ডিবি পুলিশ কামাল হোসেনের দেহ তল্লাশি করে তার হাতে থাকা বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিছ ইয়াবা-সহ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।