মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নির্বাচন উপলক্ষে শ্রীপুরে ব্যবসায়ীদের মতবিনিময় সভা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৮:২৫ PM
আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মে) বিকেলে ইয়াকুব আলী মাস্টার টাওয়ার এর ব্যবসায়ীদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের স্বত্বাধিকারী মোঃ শাহ আলম এর সভাপতিত্বে  এবং রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র  আলহাজ্ব মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল জলিল বিএ।

এসময় আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হয়েছি। মহান আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। আমার চাওয়া আমি জনগনের মাঝে বেঁচে থাকতে চাই। তাই আপনারা সকলে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে দূনীতি, চাঁদাবাজ , সন্ত্রাস ও মাদকমুক্ত গবীব অসহায় ডিজিটাল উপজেলা গড়ে তোলার চেষ্টা করব। এসময় তিনি উপজেলা বাসীর দোয়া ও আশীর্বাদসহ সার্বিক সহযোগিতা কামনা করেন। 

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, ব্যবসায়ী মোহাম্মদ সেলিম শেখ, আব্দুল হামিদ, মিজানুর রহমান, মোস্তফা কামালসহ অন্যান্য ব্যবসায়ী  নেতৃবৃন্দ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত