খুলনার দাকোপে ২০২৩-২০২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর (গরু) বিতরন করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস এ গরু বিতরনের আয়োজন করেন।
আজ বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মাঠে সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস রায়, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন গাজী, পানখালি ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, সুতারখালি ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাশ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী আলমাস হোসেনসহ আরো অনেকে। সভা শেষে উপজেলার ১৮ জন সুফলভোগি জেলেদের মাঝে বকনা বাছুর (গরু) বিতরন করা হয়।