"অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই" এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) বিকেলে উপজেলার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে এবং USAID, IFES ও দ্যা হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পিএফজির এম্বাসেডর মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও দ্যা হাঙ্গার প্রজেক্ট আঞ্চলিক সমন্বয়কারী 'জয়েন্ত কর' এর সঞ্চালনায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোছাঃ নার্গিস বেগম, মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুল ইসলাম বাবু, মোঃ আরিফুল হক আরজু, মোঃ ওয়াজেদ আলী খান, মোঃ খোরশেদ আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ হোসনে আরা বেবী, আলিফ নুর মিনি, মঞ্জুয়ারা, ও মোছাঃ সাদিয়া আফরিন খানম উপস্থিত ছিলেন।
এসময় সকল প্রার্থীগণ জনগনের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচিত হলে জনগনের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগন প্রতিশ্রুতি দেন। এসময় ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত সহ পিএফজি'র সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।