সালথায় মহিলা মেম্বারের হত্যাচেষ্টাকারী প্রধান আসামি আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৭:২৬ PM
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আলোচিত মহিলা মেম্বারকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি খোকন মোল্যাকে গ্রেফতার করেছে সালথা থানার পুলিশ। মঙ্গলবার (১৪ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়।
এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ঘটনায় আজ বুধবার বেলা ১২টার দিকে নগরকান্দা সার্কেলের এএসপি আসাদুজ্জামান শাকিল ঘটনাস্থল পরিদর্শন করে ভ্যানে থাকা যাত্রীদের আলাদা আলাদাভাবে তাদের বক্তব্য গ্রহণ করেন। এসময় এঘটনায় জরিত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, আসামিরা গত রোববার (১২ মে) রাত পৌনে ৮টার দিকে পুটিয়া মাঠ সংলগ্ন পাকা রাস্তার ওপর ফাঁকা জায়গায় সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের মহিলা মেম্বার মোসা: রাজিয়া বেগমের কপালে পিস্তল ঠেকিয়ে তাকে হত্যাচেষ্টা চালায়। এসময় মহিলা মেম্বারের ভ্যানে থাকা অন্যান্য যাত্রীদের শোর চিৎকার ও দুর থেকে অন্যান্য গাড়ী আসা দেখে আসামিরা মহিলা মেম্বারকে কিলঘুষি মেরে তার গলায় থেকে স্বর্ণের চেইন ছিরে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রধান আসামি খোকন মোল্যা
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান ঘটনাস্থলে গিয়ে মহিলা মেম্বারসহ ভ্যানে থাকা অন্য যাত্রীদের বক্তব্য অনুযায়ী রাতেই অপরাধীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালান। ঘটনার পর অপরাধীরা পলাতক থাকায় ওই রাতে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পরদিন মহিলা মেম্বার বাদি হয়ে দুইজন অজ্ঞাতসহ মোট ৬ জনকে আসামি করে সালথা থানায় একটি এজাহার দায়ের করেন।
পুলিশ ভ্যানে থাকা যাত্রীদের থানায় ডেকেনিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ শেষে ও সর্বোচ্চ তদন্ত সাপেক্ষে অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযানে নামেন।
ভিকটিম মহিলা মেম্বার জানান, হত্যাচেষ্টাকারীরা দুলাল মোল্যা নামে এক অসহায় ভ্যান চালকের জমি অন্যায়ভাবে দখলকরে রেখেছে। আমরা দুই মেম্বার এর প্রতিবাদ করায় তারা আমাদের প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে প্রথমে আদালতে আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলাদিয়ে আমাকে হয়রানি করতে না পেরে আমাকে দুনিয়া থেকেই সরিয়ে ফেলার জন্যই সন্ত্রাসী ভাড়াকরে এই হত্যাচেষ্টা চালিয়েছে।