রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
সকালে খালি পেটে লেবুপানি খাওয়ার উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৪:০০ PM আপডেট: ১৬.০৫.২০২৪ ৪:৩৭ PM
অনেকেই ঘুম থেকে উঠে সকাল শুরু করেন চায়ের কাপে চুমুকের সঙ্গে। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই খালি পেটে চা পানে গ্যাস্ট্রিকের সমস্যা ক্রমেই বেড়ে চলে এবং খুব সহজেই বড় আকার ধারণ করতে পারে। 

নিজের অজান্তেই আমরা এই অভ্যাস করছি এ জন্য শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে বলে মনে করেন চিকিৎসকরা। আপনার যদি এই অভ্যাস হাকে তাহলে বলদে ফেলুন সকালের সূচনা। দিনের শুরু করুন এক গ্লাস গরম পানিতে দুই চামচ লেবুর রস দিয়ে। চাইলে আপনি এক চামচ মধুও যোগ করতে পারেন। এক প্রতিবেদনে উঠে এসেছে সকালে গরম পানি খাওয়া উপকারিতা।  

১.গবেষণা থেকে জানা গেছে সকালে খালি পেটে ৪০০ মিলিলিটার পানি পান করলে সেটা বিপাকক্রিয়ার হার বাড়ায়। এর ফলে খাবার সহজে হজম হয়। আপনি চাইলে লেবুপানির বদলে লেবুর খোসা চিবিয়ে খেতে পারেন তাতে করে হজমে সুবিধা হবে।

২.অনেকেই ওজন কমানোর জন্য সকালে খালি পেটে লেবু–মধু–পানি পান করেন। কারণ এই পানীয় খেলে কম ক্ষুধা লাগে। খাওয়ার পরিমাণও কমে যায়। ফলে কম ক্যালরি খাওয়া হয়। তাই ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়।

৩.অনেকেই গরম পানি দিয়ে লেবুর রস খেতে পারেন না স্বাদের কারণে। তাই লেবুর রস গরম পানি দিয়ে পান করতে খারাপ লাগলে এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন মধু ও সামান্য লবণ। কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকলে এই পানীয় দারুণ কাজে দিবে।  

৪. এই গরমের সমাজে নিজেকে সতেজ রাখা খুব জরুরি। সারা দিন সতেজ থাকতে সকালের গরম লেবুপানি খেতে পারেন।

তবে একটা বিষয় মনে রাখতে হবে প্রতিদিন সকালে শুধু লেবু–মধু–পানি পান করলেই ওজন নিয়ন্ত্রণ থাকে না। এর জন্য সঠিক খাদ্যাভ্যাস প্রয়োজন। পাশাপাশি ক্যালরি ক্ষয় বাড়াতে নিয়মিত ব্যায়াম করতে হবে। তবে লেবুপানি খেয়ে ব্যায়াম করলে ক্যালরি ক্ষয়ের পরিমাণ বাড়ে। তাই লেবুপানি, খাদ্যাভ্যাস আর ব্যায়াম—সুস্বাস্থ্যের জন্য জরুরি।

আপনি সারাদিন অস্বাস্থ্যকর খাবার খেয়ে সকালে লেবুপানি পান করলে ক্যালরি কমবে না। সুস্থ থাকতে লেবুপানির সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস আর ব্যায়াম করুন। আজ থেকেই মানতে থাকুন আর দেখুক এক মাসে নিজের পরিবর্তন। তবে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা সকালে লেবু পানি পান করতে চাইলে অবশ্যই  চিকিৎসকের পরামর্শ নিবেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত