মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
প্রচারণায় জীবন্ত প্রাণী প্রদর্শন, কারাগারে প্রার্থী
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৮:২৭ PM
জীবন্ত ঘোড়া প্রদর্শন মোটরসাইকেল শোডাউন দিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে নীলফামারী সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু কে ভ্রাম্যমান আদালত মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে।

সৈয়দপুর সহকারি কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও জীবন্ত প্রাণী নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করে। 

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু (ঘোড়া মার্কা) বিষয়টি মানতে অস্বীকৃতি জানালে দীর্ঘ ২০ ঘন্টা অপেক্ষার  পর সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বাদী হয়ে ১৮ মে দুপুরে ২০১৬ এর ৩২/১০ ধারায় জীবন্ত প্রাণী ও অধিক জন নিয়ে নির্বাচনী প্রচারণা চালানর দায়ে মামলা করেন। 

সৈয়দপুর থানার ওসি শাহা আলম  জানান, নির্বাচনী প্রচারণায় জীবন্ত প্রাণী প্রদর্শন ও মোটর সাইকেল শোডাউন করায় ভ্রাম্যমান আদালত  তার চল্লিশ হাজার টাকা অনাদায়েএক বছরের কারাদণ্ড প্রদান করেছে। শুক্রবার ১৭ মে রাতে আমরা তাকে বলেছিলাম জরিমানার ৪০ হাজার টাকা জমা দিয়ে আপনি প্রচারণা চালান কিন্তু তিনি সেটা মানতে নারাজ। 

পরে বিকালে নীলফামারী জেলা জজ আদালতের সৈয়দপুর কোটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন কবির  এর আদালতে হাজির করলে, তার জামিন না মঞ্জুর করে আদালত ভ্রাম্যমান আদালতের রায় বহাল রেখে কারাগারে প্রেরণ করে। 

আগামী ২১ মে নীলফামারী জেলার সৈয়দপুর,  কিশোরগঞ্জ, জলঢাকায় উপজেলা পরিষদ নির্বাচন  অনুষ্ঠিত হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত