বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
হামিদচরে হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৯:২১ PM
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টের ম্যানেজার রিয়াদ হত্যা মামলার এজাহার ভুক্ত দুই পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ । 

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিনার (১৬ মে) র‍্যাব-৭ (চট্টগ্রাম) ও র‌্যাব-১০ কেরানীগঞ্জ এর যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার  কোতোয়ালী থানাধীন সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে আলোচিত রিয়াদ হত্যা মামলার দুই আসামী কবির (২৮) ও মামুন (১৮) কে গ্রেফতার করে৷  কবির মামুন উভয়ে হামিদচর এলাকার মোঃ হোসেনের ছেলে।  

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শরীফ উল আলম বাংলাদেশ বুলেটিনকে বলেন, রিয়াদ হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার করতে আমাদের গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে আমরা গোপন সূত্রে জানতে পারি যে, এজাহার নামীয় পলাতক আসামি কবির এবং মামুন গ্রেফতার এড়াতে ছদ্মবেশে ঢাকা মহানগরীর কোতোয়ালী থানাধীন সদরঘাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আমরা দুই সহোদরকে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামি’দের জিজ্ঞাসাবাদে তারা রিয়াদ হত্যা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি বকে স্বীকার করেছে। 

উল্লেখ্য, গত ১৪ মার্চ ২০২৪ইং তারিখ বাবুলের অনুসারীরা ধৃত আসামি কবির এর নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রিভার ভিউ রেস্টুরেন্টে হামলা চালায়। এ সময় রেস্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে তাদের হত্যার উদ্দেশ্যে রাম দা, কিরিচসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায। হামলাকারীদের আঘাতে রেস্টুরেন্টে কর্মরত আনুমানিক ০৮ জন কর্মচারী গুরুতর আহত হয়। পরবর্তীতে সংবাদ পেয়ে চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেস্টুরেন্ট কর্মচারী রিয়াদ’কে মৃত ঘোষণা করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত