শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪, ৯:১৩ PM আপডেট: ১৯.০৫.২০২৪ ৯:৩৯ PM
ঢাকার কেরানীগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন শুভাঢ্যা ইউনিয়ন দিঘিরপাড় এলাকার বাসিন্দা বিপুল চন্দ্র। তিনি বলেন, গত ১৬ মে পাক্ষিক কেরানীগঞ্জের আলো অনলাইন সংস্করণ, ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশিত ‘কেরানীগঞ্জে উচ্চস্বরে স্পীকার বাজাতে বাধা দেওয়ায় ঘরবাড়ি-মন্দির ভাংচুরের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভিতে যে সংবাদ প্রচার করা হয়েছে। তা সম্পুর্ন বানোয়াট ও ভিত্তিহীন। 

রোববার সকালে সাংবাদিকদের অভিযোগ করে বিপুল চন্দ্র ও তার পরিবারের সদস্যরা বলেন, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রকাশিত সংবাদ সত্য নয় বলে দাবি করেন তারা। 

বিপুল চন্দ্র বলেন ‘প্রতিবেদনে আমার বিরুদ্ধে নানারকম মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। আমি এই মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। আমার বিরুদ্ধে আনা এসব তথ্য ভিত্তিহীন। 

তিনি অভিযোগ করেন, সমির নিজেই তাদের বাড়ীঘর ও মন্দির ভাংচুরের ঘটনা ঘটিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে।

তিনি আরও বলেন, সমির ঘোষ সব সময়ই মাদকাসক্ত থাকে। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলাও রয়েছে। মন্দির ভাংচুর ও হামলার ঘটনা বানোয়াট। তাদের বাড়ীতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা যদি হামলা করি তাহলেতো আমাদের ছবি তাদের ক্যামেরায় থাকবে। সেটা দেখাতে বলেন। 

তিনি আরো বলেন, সমিরের  সাথে আমার জমি নিয়ে বিরোধ আছে। সেই বিরোধের জেরে নিজেদের বাড়ীর মন্দির ভেঙে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিচ্ছে।  

সমির ঘোষ এর আগেও আমার পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দক্ষল করিয়া কিছু সম্পত্তি অন্যত্র বিক্রয় করিয়া দেয়। এবং আমাকে সহ দীঘিরপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মাখন চন্দ্র মজুমদার ও লক্ষনের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাদাবাজীর মিথ্যা ও বানোয়াট মামলা দেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে এঘটনার সুষ্ঠ বিচার চাই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত