সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
জবিতে শুরু হলো ষষ্ঠ ইনডোর গেমস প্রতিযোগিতা
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৫:১৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ষষ্ঠ ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, টেনিস ও স্কোয়াশ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান আর গবেষণার জন্যই নয় সবাইকে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সংশ্লিষ্ট থাকতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিয়মানুবর্তিতা বৃদ্ধি পায় আর সংঘাত ও সহিংসতা থেকে দূরে থাকা যায়।

তিনি আরো বলেন, “খেলাধুলায় নারী পুরুষ বৈষম্য দূরীকরনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সজাগ রয়েছেন। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার খেলোয়াড়দের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সর্বদা সচেষ্ট রয়েছে।”

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া উপকমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী।

এছাড়াও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সর্বপ্রথম ২০১৫ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ পঞ্চম ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২২ সালের ১৪ জুন অনুষ্ঠিত হয়েছিল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত