আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০মে) দুপুরে নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসার ও জেলার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার কেন্দুয়া উপজেলার ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা যে প্রতীক বরাদ্দ পেলেন:
১.নুরুল আলম মো:জাহাঙ্গীর চৌধুরী (কাপ পিরিচ)
২. সালমা আক্তার (মটর সাইকেল),
৩. মো:হুমায়ুন কবির চৌধুরী
(দোয়াত কলম)
৪. মোফাজ্জল হোসেন ভূঞা(ঘোড়া) এবং
৫. মোহাম্মদ মিজানুর রহমান
( আনারস)
ভাইস চেয়ারম্যান পদে যে প্রতীক বরাদ্দ পেলেন :
১. মামুনুল কবীর খান হলি (তালা),
২. মাওলানা হারুনুর রশিদ তালুকদার(টিউবওয়েল) এবং
৩. অব. সার্জেন্ট মো: ইয়াহিয়া খান
( চশমা)।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে যে প্রার্থী প্রতীক বরাদ্দ পেলেন:
১. সেলিনা বেগম (ফুটবল)
২. জাহানারা রোজী (হাঁস),
৩. মোসা:মিনাআক্তার (প্রজাপতি)
৪. মোছা: ফাতেমা বেগম (পদ্ম ফুল) এবং
৫. সুমি আক্তার (কলস)।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ০৯ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন তারা। পরে কাগজ পত্র যাচাই বাচাই শেষে আজ(২০ মে) প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, আগামী ৫ জুন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৩শত ৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪শত ২৪ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৮ শত ৯৪ জন এবং হিজড়া ভোটার ৬ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত।