সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার (২১ মে) বেলা ১১ টায় দিকে ৭ নং নলকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে ২০২৪-২৫ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ হারুনর রশিদ ।
এতে মোট আয় ধরা হয়েছে ৫ কোটি ৬৯ লক্ষ ১০ হাজার ৯ শত ৭২ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৬৭ লক্ষ ৯৪ হাজার ৫ শত ১৬ টাকা। এছাড়াও বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৪ শত ৫৬ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সহ গ্রাম পুলিশ, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।