লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন ও লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। গতকাল বৃহঃস্পতিবার (২৩ মে) উপজেলার খাদ্য গুদামে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন, হাতীবান্ধা ও পাটগ্রাম নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
এসময় তিনি বলেন, কৃষক এবং মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পায় সেদিক বিবেচনা করে সরকার ধান, চাল ও গমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানি না হয় সেটি উপজেলা প্রশাসন, কৃষি ও খাদ্য বিভাগের কর্তকর্তাদের নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান-চাল সংগ্রহ অভিযান কমিটির সভাপতি আতিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান ,হাতীবান্ধা এলএসডির কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা কৃফি অফিসার কৃষিবীদ সুমন মিয়া,উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ও সিংগীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু,সাধারণ সম্পাদক রুপম খান প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় সূত্রে জানা গেছে, এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমের আওতায় লটারির মাধ্যমে ২৩৭জন কৃষক নির্বাচিত করা হয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩২ টাকা দরে ৭৩৮মেঃটন এবং প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ ৪৫ টাকা দরে ৫৯৪মেট্রিকটন ক্রয় করা হবে।।
গত ৭ মে থেকে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের সময় সীমা নির্ধারণ করা হয়েছে।