কক্সবাজারের উখিয়া উপজেলায় পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন লাগার সোয়া এক ঘণ্টা পর শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে বলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন জানান।
এর আগে বেলা সাড়ে ১১টায় ওই ক্যাম্পে আগুন লাগে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামছু-দৌজা বলেন, “তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বাজারে হঠাৎ আগুনে লাগে। এরপর মুহুর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে প্রথমে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
“এরপর সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে রোহিঙ্গা ক্যাম্পের অর্ধশতাধিক ঘর এবং বেশ কয়েকটি দোকান পুড়ে যায়।”
ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে জানিয়েছেন সামছু-দৌজা।