নয়াদিল্লিতে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। কোথাও কোথাও তাপমাত্রা এতই বৃদ্ধি পেয়েছে যেটি সাধারণ মানুষের সহ্যসীমার বাইরে চলে গেছে।
আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর কারণে গত দুই বছর ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অস্বাভাবিক তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে।
দিল্লির মুঙ্গেসপুরের আবহাওয়া অফিস দুপুর ২টা ৩০ মিনিটে তাপমাত্রা ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। এই অস্বাভাবিক তাপমাত্রার কারণে রাজধানী দিল্লিতে বিদ্যুতের চাহিদা রেকর্ড ৮ হাজার ৩০২ মেগাওয়াটে পৌঁছেছে।
দেশটিতে আরও যেসব জায়গায় ৫০ ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে সেগুলোর দুটিই মরুভূমির রাজ্য রাজস্থানে রেকর্ড করা হয়েছে।
তবে রাজস্থানের দক্ষিণের বিভাগ— বার্মার, জোথপুর, উদয়পুর, সিরোহী এবং জালোরে আজ গতকালের চেয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি কম ছিল।
তবে সাময়িক সুখবর হচ্ছে, বৃহস্পতিবার বঙ্গোপসাগর থেকে আদ্র বাতাস প্রবেশ করা শুরু করলে উত্তর প্রদেশের তাপমাত্রা আপাতত কমতে শুরু করবে।