বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ফরিদপুরে সাব্বির হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৬:০৭ PM
ফরিদপুরে অটোরিক্সা ছিনতাইসহ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাব্বির বিশ্বাস হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে অপর একটি ধারায় আসামিদের ৫ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার সদর উপজেলার লোকমানখার ডাঙ্গি গ্রামের মজিবর শেখের ছেলে আছমত শেখ(১৮) ও কাশেম মোল্যার ছেলে সাগর মোল্যা(২১)।

মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আলমগীর বিশ্বাস ঘোড়ার গাড়ি ও অটোরিক্সা দ্বারা জীবিকা নির্বাহ করতো। তার ছেলে ওই ইউনিয়নের পদ্মার চর হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র সাব্বির বিশ্বাস স্কুল বন্ধ থাকায় গত ২০২২ সালের ১ এপ্রিল সকালে বাড়তি কিছু উপার্জনের আশায় বাবা আলমগীর বিশ্বাসের ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আসায় অনেক খোজা খুজির পরে ২ এ্রপিল সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর ভাষানচর গ্রামের মাঠের মধ্যে সাব্বিরের লাশের সন্ধ্যান পাই।

সেসময় নিহত সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস কোতয়ালী থানায় অজ্ঞাত নামা আসামি করে ব্যাটারী চালিত রিক্সা ছিনতাই ও হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তকালে ঘটানার ২৪ দিন পরে রিক্সা ছিনতাই ও হত্যা করে লাশ গুমের সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ সানোয়ার হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই করে স্কুল ছাত্র সাব্বির বিশ্বাস হত্যা মামলায় দীর্ঘ স্বাক্ষপ্রমান শেষ বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামি আছমত শেখ ও সাগর মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমান এবং ৩৯৪ ধারায় উভয় আসামিকে ৫ বছরের সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত