রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ডোমারে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৩:৫২ PM আপডেট: ০৪.০৬.২০২৪ ৩:৫৬ PM
নীলফামারীর ডোমারে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপি কৃষি মেলা ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪জুন) সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ডোমার উপজেলা চত্ত্বরে কৃষি মেলার আয়োজন করে।

দুপুরে কৃষি মেলা প্রাঙ্গণ হতে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি।

এসময় ভাইস চেয়ারম্যান দীলিপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কৃষি মেলায় ১৯টি স্টল স্থান পায়। মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্যে উম্মুক্ত থাকবে। আগামী ৬জুন উক্ত মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত