ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ২টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে ধামরাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইটভাটাদুটির বেশিরভাগ অংশ।
গতকাল বুধবার (০৫ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো আব্দুল্লা আল মামুন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে আজ এ দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকার স্টাইল ব্রিকসকে ৫ লক্ষ টাকা এবং শাইল বাড়ি এলাকার এনএএম ব্রিকসকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভাটাদুটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. আব্দুল্লা আল মামুন জানান, হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় ২টি ইট ভাটাকে ১০লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়। অনুমতি বিহীন ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।