রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
২০ মিনিট পরপর কোকেন নিতেন বাইডেনের ছেলে
প্রেসিডেন্টপুত্রের অপর্কম ফাঁস করলেন সাবেক বান্ধবী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৩:৩২ PM আপডেট: ০৬.০৬.২০২৪ ৪:২৫ PM
আবারও আলোচানায় আসছে জো বাইডেনের ছেরের কর্মকাণ্ড। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন (৫৪) প্রতি ২০ মিনিট পরপর কোকেন নিতেন বলে জানিয়েছেন তার সাবেক বান্ধবী। আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলার শুনানিতে হান্টারের সাবেক বান্ধবী জোয়ে কেস্তান এমন দাবি করেছেন।

" align=

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি আদালতে হান্টার বাইডেনের বিচার চলছে। ওই মামলার শুনানিতে জোয়ে বলেন, হান্টারের সঙ্গে তার প্রথম যখন দেখা হয়েছিল, তখন তাকে প্রায় প্রতি ২০ মিনিট পরপর কোকেন নিতে দেখেন তিনি। খবর নিউইয়র্ক পোস্ট’র।
হান্টার বাইডেন  সাবেক বান্ধবী জোয়ে কেস্তান

হান্টার বাইডেন সাবেক বান্ধবী জোয়ে কেস্তান

চলমান মামলায় হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেন। ওই আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দেন।
হান্টার বাইডেন সাবেক বান্ধবী জোয়ে কেস্তান

হান্টার বাইডেন সাবেক বান্ধবী জোয়ে কেস্তান

তখন হান্টার দাবি করেছিলেন, তিনি মাদকাসক্ত নন। কিন্তু সেসময় তিনি কোকেনাসক্ত ছিলেন। মাদকাসক্ত অবস্থায়ই তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখেন।

" align=

এদিকে, আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার। তার আইনি দল বলেছে, ওই আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি আরোগ্যলাভের পর্যায়ে ছিলেন।
হান্টার বাইডেন

হান্টার বাইডেন

তবে,জোয়ে দাবি করেন, ২০১৭ সালের ডিসেম্বরে নিউইয়র্কের একটি ক্লাবে হান্টারের সঙ্গে তার প্রথম দেখা হয়। দেখা হওয়ার ১০ মিনিটের মধ্যে হান্টার কোকেন নিতে শুরু করেন। দুজনের মধ্যে সম্পর্ক থাকাকালে হান্টারের এ ঘন ঘন কোকেন নেওয়ার প্রবণতা তিনি লক্ষ করেছেন। মাদকের জন্য হান্টার প্রায়ই বড় অংকের নগদ অর্থ তুলতেন।
হান্টার বাইডেন সাবেক বান্ধবী জোয়ে কেস্তান

হান্টার বাইডেন সাবেক বান্ধবী জোয়ে কেস্তান

যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে এই প্রথম ফৌজদারি অপরাধের অভিযোগে বিচার হচ্ছে। মামলায় হান্টারের বিরুদ্ধে তিনটি ফেডারেল অভিযোগ আনা হয়েছে। সবকটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সাবেক বান্ধবী জোয়ে কেস্তান

সাবেক বান্ধবী জোয়ে কেস্তান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হান্টার বাইডেন   মার্কিন প্রেসিডেন্ট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত