শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৪:২৫ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজন করলো পিএইডি ও লেখক সম্মাননা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক পিএইচডি সম্মাননা পেয়েছেন। ২০২৪ সালে প্রকাশিত বইয়ের প্রেক্ষিতে লেখক সম্মাননা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষক। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ২ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ করে তুলেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. হাসিনা খান। এছাড়াও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা এবং সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ এবং সকল শিক্ষকের সত:স্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। 

শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন প্রধান অতিথি অধ্যাপক ড. হাসিনা খান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত  শিক্ষক ও জনবল নিশ্চিতকরণসহ বিশ্ববিদ্যালয় স্কুল এণ্ড কলেজ কার্যক্রমের বিষয়ে কার্যকরী উদ্যোগ নেবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি। 

শিক্ষক সমিতি আয়োজিত এই অনুষ্ঠানের গুরুত্ব এবং শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বক্ষণিক উদ্যোগ ও আন্তরিকতা বিষয়ে বক্তব্য প্রদান করেন প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

শিক্ষক সমিতির উদ্যোগের বিশ্ববিদ্যালয়ে এধরনের আয়োজন এই প্রথম। পিএইচডি ডিগ্রীপ্রাপ্ত শিক্ষক এবং লেখকদের কাজের স্বীকৃতি হিসেবে এধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন অনুভূতি প্রকাশে বক্তব্য রাখা শিক্ষকবৃন্দ৷ শিক্ষক সমিতি সর্বদা শিক্ষক শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষকবৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত