তমা মির্জা ‘সুড়ঙ্গ’ দিয়েই ঘায়েল করেন রায়হান রাফীকে! প্রেমের সম্পর্ক প্রকাশ্যে..
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৪:১২ PM
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত নির্মাতা রায়হান রাফী ও ‘সুড়ঙ্গ’ সিনেমা খ্যাত নায়িকা তমা মির্জার প্রেমের সম্পর্ক এখন প্রকাশ্যে।
রায়হান রাফী তমা মির্জা
শনিবার তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন রায়হান রাফী। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ দাবি করেন এই নির্মাতা। উত্তরে রাফিকে পেয়েও নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন তমা মির্জা।
রায়হান রাফির এই পোস্টে তাদের ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক আরো স্পষ্টভাবে উপস্থাপন হওয়ায় ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন এই যুগলকে।
" align=
জন্মদিন কেমন কেটেছে, তার অভিজ্ঞতাও শেয়ার করেছেন তমা মির্জা। এদিন বেশ উপহার পেয়েছেন তিনি। মায়ের কাছ থেকে পেয়েছেন স্বর্ণ ও হীরার কানের দুল উপহার । জন্মদিন উপলক্ষে মেয়ে তমার জন্য বাবার লেখা কবিতা। ছোট ভাই টিফিনের টাকা বাঁচিয়ে সাজিয়েছেন বাড়ি। এছাড়াও চকলেট উপহার পেয়েছেন বাড়ির গাড়িচালক, গৃহকর্মীদের কাছ থেকে ।
চারপাশে এত ভালোবাসার মানুষ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তমা। ভালোবাসার মানুষ রাফির কাছ থেকে পাওয়া উপহার তার কাছে বিশেষ কিছু। ঝুড়িতে ভরে নাকি শহরের সব ধরনের ফুল এনেছিলেন তার জন্য।
প্রাক্তন স্বামী তমা মির্জা
তমার কথায়, ‘ভালোবাসার মানুষটি ঝুড়ি ভর্তি করে সব রঙের গোলাপ, বেলী, রজনীগন্ধা, টিউলিপসহ পারলে ঢাকা শহরের সব রকমের ফুল যেন তুলে এনেছে। ২০টি ঝুড়ি এসব ফুল নিয়ে হাজির হয়েছেন আমার বাসায়। পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছু হতে পারে না। এসব দেখে আমি তো আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’
যদিও রাফী-তমা এতোদিন এই সম্পর্ককে ‘জাস্ট ফ্রেন্ড’ বলে দাবি করে আসছিলেন।
" align=
শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তুফান’ নিয়ে নতুন করে আলোচনায় রায়হান রাফী। এর আগে এই নির্মাতার ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তমা মির্জা। শুরু হয় রায়হান রাফী ও তমা মির্জার রসায়ন নিয়ে গুঞ্জন।