চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক এবং আরো এক যুবক আহত হতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে৷
রোববার (৯ জুন) ভোর সাড়ে চারটার দিকে পতেঙ্গা বঙ্গবন্ধু টানেল সড়ক সৈকত এলাকায় সংঘর্ষে নিহত যুবক মনিরুজ্জামান রাফি (২৭) নগরীর মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা। আহত অপর যুবক রায়হান (২৭) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে৷
জানা গেছে, গভীর রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ফাঁকা সড়কে বিকট শব্দে মোটরসাইকেল চালাচ্ছিল বেশ কয়েকজন যুবক। এ সময় বাইকক ও বাইকের হর্নের উচ্চশব্দ নিয়ে একই পথে আরেক দল মোটরসাইকেল আরোহী যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনা সেখানে সাময়িক সমাধান করে উভয় গ্রুপ কিছুক্ষণ পরই বঙ্গবন্ধু টানেল সড়কের মুখে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাইক চালানোর ঘটনাটির এক পর্যায়ে সিনিয়র জুনিয়রিটি নিয়ে বিবাদে রুপ নেয়৷ দুই গ্রুপের মারামারিক একপর্যায়ে মনিরুজ্জামান রাফিকে ছুরিকাঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত রায়হানকে তাদের বন্ধুরা দ্রুত উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যেতে দেখা যায়। আহত ও নিহতরা হামলাকারীদের সিনিয়র চেয়ে সিনিয়র জানা গেছে৷
এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে বলেন, ‘পতেঙ্গা সি-বিচের ঘটনায় একজন নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা কয়েকজনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। এখন আমরা জিজ্ঞাবাদ অব্যহত রেখে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধারের চেষ্টা করছি৷" এখন মামলা দায়েরেও প্রক্রিয়া চলমান আছে (সন্ধ্যা ছয়টা ৪০ মিনিট)৷ আরও ঘন্টা খানেক পর এই হত্যাকান্ডের বিস্তারিত জানানো যাবে বলে জানান ওসি পতেঙ্গা৷
একাধীক সূত্রে জানা গেছে, শাহরিয়ার আহমেদ (২০), তাহরিয়ার আহমেদ (২০), মারুফ চৌধুরী (২১) ও জুবায়ের বাশার (৩৪) নামের চারজনকে থানায় এনে জিজ্ঞাবাসাদ করা হচ্ছে৷