মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
মোল্লাহাটে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৫:২০ PM
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সুরাইয়া আক্তার (৫) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১জুন) দুপুর সাড়ে ১২ টায় এলাকার বাচ্চাদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় নিখোঁজের পর অনেক খোঁজা খুজির পরে তার চাচা তাইজুল মোল্লা নামে সুরাইয়াকে পানিতে তলিয়ে যাওয়া অবস্থায়  উদ্ধার করে।

সুরাইয়া আক্তার (৫) বাগেরহাটের মোল্লাহাটের কোদালিয়া গ্রামের শমসের মোল্লার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নীজ বাড়ির সামনে পুকুরে বাচ্চাদের সঙ্গে  গোসল করতে গিয়ে ডুব দিয়ে অন্য বাচ্চাদের অজান্তেই নিখোঁজ হয় সুরাইয়া আক্তার। এরপর প্রথমে স্থানীয়রা অনেক খুঁজা খুজি করে না পেয়ে পুকুরের পানিতে খুজতে গিয়ে পানিতে তলিয়ে থাকা অবস্থায় উদ্ধার করে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সুরাইয়া আক্তার (৫) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত