শেরপুরের নালিতাবাড়ীতে নিষিদ্ধ ভারতীয় মদসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ১৩ জুন বুধবার রাত প্রায় সারে ১২ টার দিকে সিমান্ত এলাকায় এক অভিযান পরিচালনা করেন।
উপজেলার আন্ধারুপাড়া (বাইগর পাড়া) এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদসহ পোড়াগাঁও ইউনিয়নের খলচান্দা গ্রামের শমসের আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া বলেন, মাদক নিয়ন্ত্রনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।