সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
পূর্বধলায় ৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ জুন, ২০২৪, ৫:২১ PM আপডেট: ৩০.০৬.২০২৪ ৬:১১ PM
নেত্রকোনার পূর্বধলায় ৭টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুন) সকালে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে প্রথম দিনে ১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। 

কেন্দ্র সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ১১টি ইউনিয়নের সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মোট ১ হাজার ৮৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮২৩ জন পরীক্ষায় অংশ নেয়। 


এইচএসসিতে ১ হাজার ৫১০ জনের মধ্যে ৯ জন, এইচএসসি (বিএম) ২৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন এবং আলিম ৯৪ জনের মধ্যে ৫ জন অনুপস্থিত রয়েছে। 

সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরিক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার। তিনি বলেন, আমরা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ করার, আশা করছি। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত