বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
তালতলীতে ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১২:৫০ PM
বরগুনার তালতলীতে সাইদুর রহমান (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে করে আতঙ্কে রয়েছে মাদ্রাসা ছাত্র সাইদুর রহমানের পরিবারের সদস্যরা।

নিখোঁজ সাইদুর রহমান উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামের মনির হাওলাদারের ছেলে ও পার্শ্ববর্তী ছোটবগী মোহাম্মদীয়া দারুস সুন্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় নিখোঁজ সাইদুর রহমানের বাবা মনির হাওলাদার গতকাল মঙ্গলবার তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

নিখোঁজ সাইদুর রহমানের বড় ভাই আসাদুল বলেন, ঈদের ছুটি শেষে গত সোমবার ২৪ জুন সাইদুর রহমানকে বাড়ি থেকে মাদ্রাসায় দিয়ে আসি। পরে শুক্রবার ওর জন্য খাবার নিয়ে মাদ্রাসায় গেলে শিক্ষকরা জানান সাইদুর রহমান মাদ্রাসায় আসেনি। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।

মাদ্রাসার শিক্ষক হাফেজ ইদ্রিস মিয়া বলেন, ঈদের ছুটির পর সাইদুর রহমান মাদ্রাসায় আসে নাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত