বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সার্জেন্ট আশরাফ কে সংবর্ধনা দিল সৈয়দপুর ট্রাফিক বিভাগ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৫:০৫ PM আপডেট: ০৩.০৭.২০২৪ ৫:২৩ PM
সৈয়দপুর ট্রাফিক বিভাগের বিদয়ী সার্জেন্ট আশরাফ কোরাইশী কে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারীর সৈয়দপুর ট্রাফিক বিভাগ। 

গতকাল মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টায় সৈয়দপুর থানার মধ্যে ট্রাফিক বিভাগ অফিসে সার্জেন্ট আশরাফ কোরাইশীকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সার্জেন্ট আশরাফ কোরাইশীর হাতে ক্রেস্ট ও ফুল দিয়ে নতুন কর্মস্থলের (রংপুর জেলা পুলিশ) এর জন্য শুভেচ্ছা জানান সৈয়দপুর ট্রাফিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাফিক বিভাগের নেতৃত্বে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মৃতিচারণ করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিদায়ী সার্জেন্ট আশরাফ কোরাইশী ২০১৮ সালের ৩ ডিসেম্বর) সৈয়দপুর ট্রাফিক বিভাগে সার্জেন্ট হিসেবে যোগদানের পর থেকে সৈয়দপুর ট্রাফিক বিভাগের সেবায় যানজট কমানোর জন্য নিরলসভাবে কাজ করেছেন তিনি।

মহামারি করোনার সময় যানজট দুর্ভোগের মধ্যে ও তিনি তার সততার সঙ্গে কাজ করে গেছেন, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম, সৈয়দপুর ট্রাফিক বিভাগের টি আই মাহফুজার আলম, টি আই মোহাম্মদ জাকির হোসেন, নীলফামারী সদর ট্রাফিক (প্রশাসন) বিভাগের টি আই জ্যোতির্ময় রায়, (তদন্ত ওসি) মোহাম্মদ রাসেল, সার্জেন্ট সাদিকুর রহমান সুজন, টিএসআই আব্দুল খালেক, সহ ট্রাফিকের এটিএসআই ও কনস্টেবল বৃন্দসহ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত