রবিবার ২৯ জুন ২০২৫ ১৫ আষাঢ় ১৪৩২
রবিবার ২৯ জুন ২০২৫
পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সুনাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৫:৫৮ PM
নির্বাচনে ভরাডুবির পর প্রধানমন্ত্রী পদ ছাড়ার পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। 

শুক্রবার সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে তিনি এ ঘোষণা দেন। 

ঋষি সুনাক বলেন, আমি দুঃখিত। এ পরাজয়ের যাবতীয় দায় আমি স্বীকার করছি। আমি আপনাদের ক্ষোভ বুঝতে পারছি। এ সময় দল নতুন নেতা পেয়ে গেলেই তিনি পদ ছাড়বেন বলে জানান সুনাক।

তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে সরকারে থাকার পর কনজারভেটিভ পার্টির পুনর্গঠন হওয়া খুব গুরুত্বপূর্ণ। তবে পেশাদারিত্ব ও কৃতিত্বের সঙ্গে আমরা বিরোধীদলের ভূমিকা নিতে যাচ্ছি, এটিও কম নয়।

ঋষি সুনাক বলেন, সব কনজারভেটিভ প্রার্থী, কর্মী ও সমর্থকদের যারা নির্বাচনের আগে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের বলছি- আমি দুঃখিত। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আপনাদের জয় উপহার দিতে পারিনি। এ ফলাফলের পর আমি টোরি নেতার পদ থেকে পদত্যাগ করব। তবে এখনই নয়। দলের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত