‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারো অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যানচলাচল বন্ধ থাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা মেতে উঠেছে ক্রিকেট ও ফুটবল খেলায়।
রবিবার (৭ জুলাই) দুপুর ৪ টায় অবরোধ চলাকালে শিক্ষার্থীরা এই খেলায় অংশ নেয়।
আইন বিভাগের শিক্ষার্থী মেরাজ হোসাইন বলেন, আমাদের এই সময়টায় পড়ার টেবিলে বা খেলার মাঠে থাকার কথা ছিলো কিন্তু বর্তমানে কোটার এই সিস্টেমের জন্য আমাদের মহাসড়কে এসে আন্দোলন করতে হচ্ছে। আমাদের দেশের এই বৈষম্য বাতিল করার জন্য আমরা রাজপথে নেমেছি। রাজপথে আমাদের এই ক্রিকেট-ফুটবল খেলার জায়গা না কিন্তু আমরা এটাই বুঝাতে চাচ্ছি আমরা এই আন্দোলন যতদিন না শেষ করতে পারবো ততদিন চালিয়ে যাবো।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রকিবুল হাসান সোহাগ বলেন, আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই। যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির সংস্কার হচ্ছে না ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা প্রতিবাদ স্বরূপ মহাসড়কে ফুটবল-ক্রিকেট খেলছি।
উল্লেখ্য, ২০১৮ সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ কর্মসূচি পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর সাথে একাত্মতা পোষণ করে কুমিল্লা ভিক্টরিয়া কলেজসহ কুমিল্লার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই অবরোধে অংশগ্রহণ করে।
এর আগে বিকাল ৩ টায় ক্যাম্পাস গেটে জমায়েত হয়ে কোটবাড়ী বিশ্বরোডের দিকে আসে শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে প্রায় আনুুমানি ২০ কিলোমিটারের মত যানজটের সৃষ্টি হয়।